এক পৃথিবীর বয়স তোমায় ছোঁয়ার দূরত্ব


বৃষ্টি বজ্রপাতের ঝড় পেরিয়ে;
মেঘলা আকাশের সব দেয়াল ভেঙে,
ছুঁতে পারিনি তোমায়।
রবিনহুড বা রাজবিহারী বসুর মতো, তুমিও ছিলে  শৃঙ্খল ভাঙা পাখি।
স্বপ্ন করে নতুন ইতিহাস কে ভালবাসতে শিখিয়ে চলেছ অসীম পথে-
সকল ধরা-ছোঁয়া,
চাওয়া-পাওয়ার বাইরে।