আমার এত এত ভালোবাসার দ্বৈন্যতা, প্রেমিকার চুম্বনহীনতা।
জীবনের সকল গানিতিক হিসাব আমার দেহের ভাঁজে ভাঁজে,
কত কথা কত হাসি তোমার জন্য রেখেছি কুড়িয়ে আমার হৃদয় জুড়ে।
যদি হতে পারি বৃষ্টির শীতল জল,
হতে পারি কঙ্কাল মৃত হাড়।
কে হাসে কে শোনায় গান,
আলিঙ্গন না করতে পারার বেদনা সব আমার।
তবুও বিলাসী শিশু হয়ে জন্ম নিবো,
আবারও কিশোর বয়সে তোমার প্রেমে পরবো।
তোমার হৃদয়ে আলিঙ্গন করে টিকে যাবে মহাকালের কৃষ্ণ গহ্বরে,
ভালোবাসার বুলবুলি হয়ে উড়ে যাব প্রেমিকার সুগন্ধি চুলের খোপায় ফুল বেশে।