আমি তোমাকে দেখেছি,
ধান সিঁড়ী নদীর তীরে নয়,
নয় কোনো সাগর ,মহাসাগর কিংবা গহীন অরণ্যে।


আমিই তোমাকে দেখেছি,
জ্যোৎস্না রাতে কোনো নিঝুম দ্বীপে নয়,
নয় কোনো নির্মল বিকেলে কিংবা উত্তপ্ত মরুর বুকে।


আমি সত্যিই তোমাকে দেখেছি ,
বৃষ্টি মুখর সন্ধ্যায় কোনো নির্জন ব্যালকনিতে নয়,
নয় কোনো নি:সঙ্গ বালুকা বেলায়  কিংবা জনবহুল  জাহাজের মাস্তুলে।


কি বিশ্বাস হচ্ছে না ??
তোমাকে দেখেছি আমি ,জ্বলন্ত ক্যানভাসে।
উদ্ভাসিত তুমি ,তোমার মায়াবিনী হাসিতে,
হয়তো এঁকেছি স্বপ্ন মনের ঘুমন্ত শহরে ।