স্বপ্ন গুলো সব সময় যেন ওই দূর আকাশের ধ্রুব তারা
কতশত স্বপ্ন নিয়ে শুরু অথচ ভেঙে গেলো কার দ্বারা!
সময়ের বিবর্তনে,সময়ই করে স্বপ্ন ভাঙার এ নিদারুণ খেলা।


নিষ্পিষ্ট হৃদয়ে ,একাকিত্বের স্রোতে ভেসেছি
চার দেওয়ালের মাঝে যন্ত্রণার তীব্রতাকে লুকিয়েছি
তবুও যাপিত জীবনের খেলাঘরে ,হেসেছি খেলেছি


আবার হয়তো নতুন শুরুর স্বপ্ন দেখেছিল অবচেতন মন
তোমার সমভিব্যাহারে কাটানো সময় হয়তো করেছে অনুভূতির এ জাগরণ


কিন্তু বাস্তবতা কেন এতো নিদারুণ নিষ্ঠুর !
হয়তো আমার স্বপ্ন পূরণের পথ অতিশয় বন্ধুর


অপ্রকাশিত অনুভূতির তীব্রতায়
পুড়েছি আমি স্বপ্ন অপূর্ণতার নিগূঢ় যন্ত্রণায়।