বিক্ষিপ্ত মস্তিষ্কের নিউরনে, মরীচিকাময় তুমি
লহরীত ফুসফুসের ধমনীতে রক্ত জমাট স্মৃতি।


এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়, অন্য এক তুমি এলে বাস্তবতায় ।
রক্ত জমাট যন্ত্রনা সরিয়ে , ভিজিয়ে দিলে সুখ নিদ্রায়।


হাতে হাত ,চোখে চোখ , ঠোঁটে ঠোঁট , এভাবেই তো বয়েছে বহু সময়
সময় স্রোত বাক নিয়েছে,নিবেই তো , একইভাবে কি চলে জীবন ময়!


হাত থেকে হাত, চোখ থেকে চোখ, ঠোঁট থেকে ঠোঁট
সব গিয়েছে সরে
ইচ্ছা ,আকাঙ্ক্ষা,অনুভূতি হয়তো সব গিয়েছে মরে ।


নিউরনের কোনো এক কোনায় লুকিয়ে থাকা সেই তুমি
আবার মরীচিকা হয়ে ফিরে ফিরে আসছে, এখন কি করবো আমি !!


জানি একদিন , বৃদ্ধ হবো , হয়তো মরে যাবো ,পচে যাবো ,গলে যাবো ,মাটিতে যাবো মিসে
তবে কি তুমি আমার শরীরের কীট হয়ে বেঁচে থাকবে !!