খেতে বসে স্বামী বলে,
"বউ, আজ কী রান্না?"
বউ বলে, "ভর্তা আছে,
আরো আছেটা জানা?"
স্বামী বলে, "বেগুনভর্তা?
আহা! সে যে স্বর্গ!"
বউ বলে, "তাই নাকি?
দিলাম তবে দ্বিগুণ পর্ব!"
তিনবেলা খেতে খেতে
স্বামী হলো ক্লান্ত,
বউ হাসে, মনে মনে
পরিকল্পনা সুগন্ধ।
বেগুনভর্তা রাজ্য জয়,
তাই ভাবলো বউ,
স্বামী আজ বুঝলো শেষে—
কখনো বাড়িও ফোঁ!