পাহাড় যেন ডাকছে মোদের, দূর দিগন্তপানে,
সবুজ চাদর বিছিয়ে শুয়ে ঝর্ণা কয় যে গানে।
খেলাঘরে নদী নামে, ঢেউয়ের শত স্বর,
নীল আকাশে পাখির মেলা, হাসে যেন দর।

মেঘের কোলে রোদটা লুকায়, ছুটে চলি দূর,
তিতির বলে, "নামি পথে, জাগাই সুন্দর ভোর।"
বনলতা হাত বাড়িয়ে বলে, "এগিয়ে আসো সবে!"
পাহাড় বোলে, "আমার কোলে বেঁধো তোমার নেড়ে।"

এ জগতের রূপের মাঝে খুঁজি যেন আমি,
সোনার আলো, বৃষ্টির ঝরায় রঙিন দিনের নামি।
এই পৃথিবীর সুরের ভাষা, ঘুমের কোলে নাচ,
হাসি-কান্নার এক জীবন, নিয়ে যাই পরাছ।