সাদা শাড়ি, লাল শাড়ি,
জীবন কাঁদে বারংবারই।
শৈশবে মায়ের আঁচল ধরা,
সাদা শাড়ির ভালোবাসা ভরা।
কিশোর বেলায় খিলখিল হাসি,
লাল শাড়ির স্বপ্নের ফাঁসি।
লাল ফিতায় বেণী গাঁথা,
বৃষ্টির ফোঁটায় ঘরকোণা।
যৌবনে এলো মেঘের ডানা,
লাল শাড়িতে রঙিন গাঁথা।
আলতা পায়ে স্বপ্ন নাচে,
নতুন জীবনের আলো বাজে।
বধূ সাজে লাল শাড়ি,
স্বপ্নগুলো খেলে ভারী।
সংসার পাতার অভিমান,
সাদা শাড়ির প্রথম গান।
সন্তান ধরে মায়ের হাত,
সাদা শাড়ির মমতা রাত।
জীবন যুদ্ধ সুখ-দুঃখ,
লাল-সাদায় অঙ্গীকার যুক্ত।
সময় এলে চুলে সাদা,
হৃদয়ে তখন ব্যথা বাঁধা।
লাল শাড়ির স্মৃতি জাগে,
আত্মা কাঁদে সাদা শাড়িতে।
লাল শাড়ি, সাদা শাড়ি,
নারীর জীবন ছন্দ ভারি।
লাল শাড়ি সুখের রং,
সাদা শাড়ি বেদনাময় সংগ।