বিদ্রোহ আছে বেঁচে হাড়ে
কে জানে কোন সময়,
জেগে উঠে ফের বিদ্রোহ সে
বিশ্বে নামে দুঃসময়!
ঘনায় ধরায় অন্ধকার আর
শ্বাস রোধ হয়ে রে,
মরে দুঃশাসন! হা হা হা!
এই আমার ভয়ে রে!
শিবকে ডুবায় শবে আমি
ব্রহ্মাকে ঐ গরল ভরে,
যা কিছু আছে গ্রাসি শুধু
বক্ষটাকে লক্ষ করে!
নরকে বসিয়া হেসে হেসে
ভাঙি স্বর্গ সদর-দ্বার,
ঠুটোঁ দেবতা হতে করি
ভীমাসুর উদ্ধার!
আমি ধ্রুব, আমি সত্য!
চলি নেচে ফিরি ফের,
আমি আসিয়াছি ধরায়
নিয়ে বাণী বিদ্রোহের!
যত অন্যায় আর অনিয়ম
ডুবাবো মম বন্যায়,
শবের মাঝে প্রাণ আনিবো
ধ্বংস করিবো ধন্যায়....
অরাজক-মারী ভীষণ ভয়
ছড়িয়ে পড়েছে যত,
আমি সে পরম! জানো,
ভয়াবহ তারও শত!