কোন এক অজানা থেকে এসেছিল সে
অজানায় গেছে মিশে
এক সাথে তো হয়নি পথ চলা
তবে দুঃখ পাব কিসে...??
হয়নি বলা মনের কথা
ভালবাসার গুচ্ছ মালা
হয় নি দেওয়া তাকে
তবে কেন দুঃখ পাব
দুঃখ কি মোর সাজে...?
আকাশ ভরা চন্দ্র তারা
হয়নি বলা তাদের কথা
হয়নি দেওয়া কোন প্রতিমা
প্রকৃতির ঐ সাজে
তবে কেন প্রেম রাখব ঢেকে
কিসেরি বা লাজে..?
আকাশী ঐ ঝর্ণা ধারায়
রাখিনি চোখ দূর নিলীমায়
কর্ম ক্লান্ত কোন বেলায়
পাইনি তোরে কাছে
তবে কেন এ সব ভেবে
মরব ধুকে ধুকে...??
মনরে তাই করছি শাষন
পড়িয়েছি তারে মায়ার বাধন
তবু
মন মায়াবী ঘোড়ায় চড়ে
মায়ার বাধন তুচ্ছ করে
চাচ্ছে পেতে তারে
মনরে আমি এখন শুধাই
কোন বিরহ তোরে কাঁদায়
কোন যাতনা এত তীব্র হল
মায়ার বাধন তুচ্ছ হল
কোন ব্যাথাতে দিবা নিশি
মলিন-রে তোর মুখ..??
মন বলে ওরে সুজন
দুঃখ আমার জানে কজন
মন মহুয়া তীব্র হলেও
জানেরে তোর বুক
মুখে হয়ত গাসনি কভূ ভালবাসার গান
আমার মাঝে লুকিয়ে ছিলি
কিছু নীরব অভিমান
হাতে হাত রাখিসনি কভূ
রাখিসনি চোখে চোখ
তবে....!!
আমার মাঝে খুঁজে পাই
এ কার মুখ
এ-তো তোর সপ্ন প্রিয়া
এটাই যে মোর দুখ
যে দিল তোরে দুঃখ দহন
অশ্রু করল তোর স্বজন
তোর যাতনাই তীব্র হয়ে
জ্বলে আজো বুক
তোর কারনেই তীব্র ধুকী
মলিন তাই এই মুখ