ক্ষণিকের অতিথিই যদি হবে
তবে,
কেন এসেছিলে এ জীবনে..?
কিছু কি ছিল ভুল..?
নিজেরেই শুধাই বারে বারে
ক্ষণিকের এই আশা
জ্বালায় আজো ধুকে ধুকে
তুমিই যে ছিলে আমার সর্বস্ব জুড়ে
কিন্তু আমি...!!
তোমার হৃদয়ে কতটুকু জায়গা ছিল আমার
আদৌ ছিলাম কি ঐ অন্তরে..?
বড় জানতে ইচ্ছা করে
তবু,
চাইব না উত্তর,কোন প্রতিদান
কিছু উত্তর না হয় অজানাই থাক
এ মোর নহে ঘৃণা,
নহে গ্লানী
নহে অভিমান,ওহে অভিমানী
শুধু,
জানিবার ইচ্ছা গেছে ইদানিং মরি
আজি মনরে প্রশ্ন করি
কোন সে পথে দিব পাড়ি
যে পথে আছে তোমার বিচরন..?
নাকি সেই পথ
যে পথে বইছে অশ্রু বারী
করব না দোষী
চাইব না কোন উত্তর
শুধু বলি আজি
এই মন বৃক্ষের ছায়
আজো তুমি দাড়িয়ে ঐ দৃষ্টির সীমানায়