সবকিছুতে অরুচি এখন
রুচির দুর্ভিক্ষ একেই কি গো বলে,
সবকিছুতে মিশাই ভেজাল
ভেজাল মনে তুমুল কোলাহলে।


কারোর বুঝি ধৈর্য নেই
দেশের সবাই হচ্ছে ধৈর্য হারা,
স্বার্থের পিছু ছুটছে সবাই
সকাল সন্ধ্যা হয়ে পাগলপারা।


দাড়ি কমা যতি চিহ্ন
একটু থমকে দেয়ার সময় কই,
বুলেট গতি সবার মাঝে
জীবন ভর দৌড়ে ব্যস্ত রই।


কারোর মনেই স্বস্তি নেই
শান্তি খুঁজে পায় না কেউ কাজে,
পাপ করেও গর্ব করি
অনৈতিকতায় ডুবে না মন লাজে।


লাগছে গায়ে যুগের হাওয়া
ধনী গরিব সবাই এখন স্মার্ট,
দেশ সমাজে নাই ব্যবধান
সবার আখের গুছিয়ে নেওয়ার পাঠ।


সত্য সুদূর পরাহিত
আস্তরণে রূপ সৌন্দর্য ঢাকা,
রুপের হাঁটে নৈতিকতা যেন
মরুভূমির তপ্ত রোদের খাঁ খাঁ।


রুচিবোধের তীব্র খরা
গোগ্রাসে খায় তবুও নেই তো রুচি,
মাটি পানি খাদ্য গুদাম
খাওয়ার পরেও হয় না বায়ু শুচি।


অভুক্ত-গণ তাকিয়ে থাকে
খাদকগুলো খাচ্ছে সমান তালে,
লুটেপুটে চেটেপুটে
খেয়ে চিহ্ন লাগায় পেটে গালে।


স্বস্তিতে খায় মাস্তি করে
দেখবে যারা গভীর ঘুমে তারা,
এই সুযোগ চলছে হরিলুট
আজগুবি সব কেমন ছন্নছাড়া।
••••••••••••••••√•••••••••••••••
25-04-2023 ° Kapasia