°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভীষণ রকম বদলে গেছে হাল আমলের দিন,
ঘর থেকে পা দূরে যাওয়ার সময় ক্ষীণ।
অলস সময় ব্যস্ত সময় দু'টোই কাটে বসে,
জীবন নামক সহজ অংক কঠিন করে কষে।
তাকিয়ে থাকা অনেক মুখে ফুটে তুলতে হাসি,
কাজের ভীড়ে হারায় সময় কষ্টে রাশি রাশি।


সকাল দুপুর সন্ধ্যা গড়ায় রাতের অন্ধকারে,
ক্লান্ত পায়ে হেঁটে হেঁটে ভেড়ার তাবিজ বাড়ে।
কোনরকম খেয়ে দেয়েই এলিয়ে শরীর ঘুম,
নতুন প্রভাত নিয়ে আসে আরো কাজের ধুম।
এমনিভাবে আসছে সময় যাচ্ছে সময় চলে,
নেতিয়ে আসা শরীর ঝুঁকে ছুটে যাবার দলে।


প্রিয় সকল বাড়ায় ধকল স্বার্থ লুফে নিতে,
অনিচ্ছাতেও মুখিয়ে থাকি উজাড় করে দিতে।
রিক্ত নিঃস্ব হয়ে শেষে কুড়িয়ে অবহেলা,
অধীর হয়ে খুঁজে বেড়াই জীবন শেষের বেলা।
তাকিয়ে থাকা নয়ন গুলো নিজের পায়ে দাঁড়ায়,
সব আবদার অনুযুগও চিরতরে হারায়।


ফুরিয়ে যাওয়া অথূর্বকে কেউ খুঁজে না আর,
ঝাঁপসা আঁখি খুঁজে ফেরে কোথায় মৃত্যুর দ্বার!
নিভে যাওয়া প্রদীপ জানে অনল দহন তাপে,
জ্বলে পুড়ে দগ্ধ হতে হৃদয় কেমন কাঁপে।
সাগর সমান জলের তৃষা আগলে রেখে বুকে,
অতৃপ্তিতে কেমন করে মরছে ধুঁকে ধুঁকে।


ভাবনা জুড়ে তবুও ঘুরে প্রিয় কিছু মুখ,
তাদের ঘিরে জ্বলে পুড়ে মরার মাঝেও সুখ!
অবুঝ তারা সুখ ছিনিয়ে তীব্র আঘাত হানে,
হাসিমুখেই কঠিন আঘাত লুকাই অভিমানে।
আধোপান্ত ভাবনাগুলো বাস্তবতায় ফিরে,
জীবনটাকে ছুঁড়ে ফেলি বদলে যাবার ভিড়ে।