কথা বলতে আমরাও জানি
যদিও নীরব থাকি,
কতটা রূঢ় বলতে পারো
সেটাই তাকিয়ে দেখি।


সম্মান শ্রদ্ধা করি বলে
ভেবো না ভয় পাই,
মানুষের ভিড়ে অমানুষগুলো
নিরবে চিনে যাই।


সামান্য কিছু টাকায় কেনা
পোশাক হলেই হলো,
গায়ে চাপিয়ে ভদ্রলোক সেজে
মনোরঞ্জন করে ফেলো।


কিন্তু তোমার নোংরা কুৎসিত
চরিত্র থাকেনা ঢাকা,
বিশ্বাসীদের সাথে মিশে করো
তাদের সর্বস্ব ফাঁকা।


আস্তে আস্তে প্রকাশ পায়
তোমার কুৎসিত রূপ,
সমাজে জুড়ে চাউর হলে
তবেই হও চুপ।


পোশাক পড়েও ঊলঙ্গ তুমি
যদিও বুঝতে দেরি,
সমাজের মুখ তোমার থেকে
ধিক্কার আসে ফিরে।


তখন তুমি নীরব নিথর
এবং অন্ধ বধির,
সত্য সুন্দর উদ্ভাসিত হবেই
এ যে বিধান বিধির।


বিনয়ীদের লোকলজ্জার ভয়
বেশি থাকে বলে,
রূঢ় বিদ্রুপাত্মক আচরণে তারা
হেসে উড়িয়ে ফেলে।


কিন্তু দাম্ভিক অহংকারী গণ
ভাবে তারা বীর,
কুৎসিত কথা আচরনে তারা
সম্পর্কে ধরায় চিড়।


সবার উপরে ছড়ি ঘুরিয়ে
হয়ে পড়ে একা,
ঘোর বিপদের কালে তখন
পায়না কারো দেখা।