জেতার আগেই বলো তুমি হেরে গেলে চলে,
জিততে হলে এগিয়ে যাও তুমুল কোলাহলে।


হাজার রকম বাধা-বিপত্তি সমানে দেবে হানা,
দুমড়েমুচড়ে গুড়িয়ে দিতে হবেই ষোল আনা।


হাতের মুঠো আসবে তবেই কাঙ্খিত সে জয়,
মরবে জেনেও কেনো তবে মরার এতো ভয়?


বারে বারে আছাড় খেয়ে তবেই হাঁটতে শেখা,
অন্ধ গলির পথ পেরোলেই পাবে আলোর দেখা।


হারের মাঝেই লুকিয়ে থাকে ভবিষ্যতের জয়,
হয়তো মরবে নয়তো মারবে কিসের এত ভয়?


এই পৃথিবীর সকল যুদ্ধই রক্ত দিয়ে লেখা,
ইতিহাসে চোখ বুলালেই হবে সকল শেখা।


রক্ত ছাড়া হয় না কিছুই সব‌ই রক্তে কেনা,
রক্ত দিয়েই মেটাতে হয় সব রক্তের দেনা।


জীবন মানেই রক্ত দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা,
বাঁচামরার বৈচিত্র্যময় রংবেরঙের মেলা।


কেউ সাধু নয় পৃথিবীর সবাই হত্যাকারী,
পরকে মেরেই বেঁচে থাকে এই দমের গাড়ি।


পশুপাখি কীটপতঙ্গ মারছি জলজ প্রাণী,
গাছপালা ও গুল্মলতা দিচ্ছে পরান খানি।


কারো জীবন বিসর্জনে বাঁচে কারো প্রাণ,
ক্ষণে ক্ষণে নিচ্ছে শুষে দুঃখ সুখের ঘ্রাণ।


ধ্বংস দিয়ে নব সৃষ্টি মৃত্যুর মাঝে জীবন,
বাতাস ভরা দমের গাড়ি বন্ধ হলেই মরণ।


কি ভয়ানক যুদ্ধ শেষে এই ধরাতে আসা,
বৃহৎ যুদ্ধে শুক্রকিটের সফল স্বপ্ন আশা।


বাবা থেকে মায়ের গর্ভ পেরিয়ে নানা স্তর,
অপরিসীম যুদ্ধ জয়ে পেলাম জীবন ঘর।


এত জয় তবুও কেন মানবো বলো হার,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পরপাড়ের দ্বার।