নিজের মনকে আমি কি আর এত্তটুকুন বুঝি?
কোথায় কখন হারিয়ে যায় পাইনা তারে খুঁজি।


কাজ কর্মে মন বসে না অন্য কোথাও উড়ে,
দূর অজানায় হারায় বুঝি নিজে থেকে দূরে।


খুঁজে ফিরি মনকে আমার আমিই মনে মনে,
কোন সুদূরে পালিয়ে গেল কখন কার সনে?


এইতো দেখি সঙ্গেই আছে এইতো দেখি নাই,
এতকিছুর পরেও শরীর তাকেই দিচ্ছে ঠাঁই।


এই আছে তো এই নেই বিজলী সমান গতি,
উড়ু উড়ু স্বভাব তাতেই বাড়বাড়ন্ত'র অতি।


কোন কিছু হারায় যদি খুঁজে পাওয়া যায়,
মন হারালে কখনো তা খুঁজে পাওয়া দায়।


প্রতিদিনই ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলি মন,
খুঁজে ফিরি সারাক্ষণই তেমনি অষ্ট ক্ষণ।


তবুও তাকে নিয়েই আমার অষ্ট প্রহর চলা,
দুঃখসুখের ভাগাভাগি আমার সকল বলা।


সে আমার যে আমি তার সমান অংশীদার,
তাকে নিয়ে ঠিকই শেষে যাবো পগারপার।