অনন্ত সেই পথের নেই না খোঁজ
ক্ষণিকালয় নিয়েই ভাবছি রোজ।
পরকালের জন্যেই পুঁজি কম
ভুলে যাচ্ছি সত্যিটা হরদম।


আশার গুড়ে যতই পড়ুক বালি
ভাঙ্গা আশায় লাগাই জোড়া তালি।
একটি জেতার জন্য হাজার হার
মেনে ও লক্ষ্যে ছুটি বারে বার।


মরবো জেনেও বাঁচার কত আশা
এই পৃথিবীর জন্য ভালোবাসা।
অনন্তকাল থাকবো যেথায় পড়ে
শূন্য হাতে ফিরব সেই ঘরে!


কিন্তু যেথায় ক্ষণিক কালের বাস
সেই পৃথিবী নিয়েই কত আশ!
স্বপ্ন দেখায় মিথ্যে হাজার মোহ
অনন্ত টার প্রতিই কেমন দ্রোহ।