ছোট্ট শিশু বুঝে কি আর মরন কারে কয়,
বাবা যে তার হারিয়ে গেল মনে কি আর সয়।
যাহার ছায়া মন জুড়াতো, করতো শীতল প্রান
হয় নি জানা ছিল কেমন তাহার দেহের ঘ্রান।
তবুও তাহার অবুঝ হৃদয় স্পর্শ খুজে তারি,
ফিরবে না আর কোন দিনও যে গিয়েছে ছাড়ি।
দোহাই খোদা এই মোনাজাত করি তোমার তরে,
পরপারে সুখে রেখো অভাগা বাবারে।
নাই বা পেলাম সোহাগ আদর স্নেহ ভালবাসা
পরজীবনের হিসেব বেলা সব পাবো এই আশা।