দেবী সুখী হয় সুরঙ্গে। লীলা ছন্দে হেসে ওঠে তার প্রতি শব্দ-বর্ণ-ধ্বনি। অক্ষরে মগ্ন হও দক্ষ স্বরে। ঝুলে যাবার আগে তুলে নাও কলম। যোগযজ্ঞে স্খলন কবিতাকে করে দেয় স্যাঁতসেঁতে।