রৌদ্র নেই বলে ভয় হয়–দিনে,
আমি আঁধারে অভয় নিয়ে মিথ্যের বেচাকেনা করি।
আমার আঁধারে অন্যেরা বিষণ ভয় পায়।
আমার ভিতরে বিবর্ষ শয়তানির খেলা,
আমার আমিত্বেও বুঝতে পারেনা!
বেঈমানির চোখে দুশমণ,
এক চোখ আরেক চোখের ঘৃণা নিয়ে_
জন্ম দেয় পাপের।
পাপও পাপকে ঘৃণা করে,
বিষণ পাপ আমার আঁধারে।
কালো টাকার পাচু্র্যে অভিশাপের লেনদেন,
আমার মত কত জনের।
অভিশাপের বোজা দিন দিন ভারী হচ্ছে,
হলুদ পানির পরিমান বেড়ে, নর্দমা নষ্ট হচ্ছে,
নর্দমার পোকারা অভিশাপ দিচ্ছে,
মেরে–দে, না হয় সব কিছু নষ্ট করে দিবে।