আজ শখের পাখি অন্যের হস্তে কাঁদে
‘নিরবচ্ছিন্ন’ আমার থেকে দূরে—
মাইল মাইল পথ উড়ে গেছি
শখের পাখিরা ছোট্ট বাক্সে বন্দী।
জানি আমাকে ছাড়া পাখিরা খুব কষ্টে আছে
নিরবে কাঁদে
পাখিদের ভাষা বুঝার জ্ঞান যে তাদের নেই
লাল ঠোঁটে আহার ঠুকরায় না
সাদা কালো চোখে তাকিয়ে থাকে আকাশে—
বাক্সের চেপটা ছিদ্র দিয়ে।