আমি ছাত্র, আমি শান্ত
আমি অন্যায়ের বিরুদ্ধে অশান্ত,
আমি পুষ্প, আমি কঠিন,
জুলুমের বিরূদ্ধে শিষ্ট,
বন্ধুর বুকে শ্রেষ্ঠ।
আমি রক্ত চাইনা, বিবাদ চাই না,
আমি চাই শান্তি, শৃংখল।
আমি দুর্বার, আমি বাংলার অহংকার
উসৃংখলা করে চুরমার।  
আমি ছাত্র, আমি নরম আন্দলন,
আমি বন্ধু হত্যার বিচার চাই।
আমার সাদা জামা কোন্ লাল করে দিল ওরা?
আমিতো ছাত্র ছিলাম
শুধু বন্ধু হত্যার বিচার চেয়ে
জোর গলায় বলেছি_
ভাইয়ের রক্ত বিদায় দিতে দেবনা,
তাতে কি আমার অপরাধ?


আমি ছাত্র, আমি প্রভাত ফেরি
আমি সূর্য–কিরণ, দুপুরের স্বচ্ছল ঘাম
আমি স্কুল, আমি ঘাস, মায়ের নিশ্বাস ।
আমি শুধু স্কুল, কলেজ, ছাত্র নয়
আমি সারা বাংলাদেশ, আমার নেই ভয়।
আমি ছাত্র, আমি মায়ের দেখা স্বপ্ন
আমি আমার নয়, আমি বাংলার–মায়ের,
আমি বায়ান্নো, আমি একাত্তর, মুজিবের স্বপ্ন
আমি ২৫শে মার্চর নিরিহ মানুষের শপথ
আমি রেসকোর্স ময়দানের লক্ষ্য জনতার উত্তেজনা।
আমি ছাত্র, আমি আজ জেগে উঠেছি_
মৃত্যুর যন্ত্রনায়,
বন্ধুর রক্তাক্ত শরিরের শপথ নিয়ে বলছি,
বিচার নিয়ে মায়ের কোলে ফিরবো,
না হয় বাংলার বুকে নিজেকে বিলিয়ে দিব।