চাষারে লয়ে, আমি চাষা হতে চাই
কৃষকের রৌদ্র মাখা দেহে, শীতল বাতাস হতে চাই।
ঘরনীর চোখে স্বপ্ন হতে চাই;
আমি বৃদ্ধের মনে ছোট্ট বেলার দুষ্টু হতে চাই।


আমি গ্রাম্য হতে চাই, হতে চাই বাংলা
মায়ের কোলে ঘুমিয়ে নীরব হতে চাই-শান্ত
আমি বাবাকে অবসর দিয়ে হতে চাই কর্মঠ
আমি বড়-ন, ছোট হয়ে থাকতে চাই সারা জীবন।


আমি হতে চাই ভোরের কুয়াশা মাখা হলুদ সূর্য
গ্রাম্য বধুদের হাতে বকুল ফুলের মালা।
আমি হতে চাই ভোরের দোয়েল,ঘুঘু,
খেজুরের রস হতে চাই নানির পাতিলে!
আমি ধবধবে সাদা বক হতে চাই,
ধানক্ষেতের মাঝে নিজেকে লুকিয়ে।  


আমি গ্রাম্য ছেলে হতে চাই,ধূলিমেখে গায়ে
আমি মাউস হাতে শহুরে ছেলে হতে চাই
রাত-দিন পড়ার টেবিলে, গেমস খেলে খেলে!
আমি ঘুড়ি হতে চাই, মেঘের সাথে ঘুরে ঘুরে
আবার শূন্যে উড়ে যেতে চাই নাটাই ছেড়ে।


আমি কৃষ্ণচূড়ার ফুল হতে চাই,
গোধূলী মাখা বিকেলের রক্ত রাঙা আকাশ,
মধ্য আকাশে উড়ন্ত কবুতর।
আমি হতে চাই সন্ধ্যার জোনাকি_
ল্যাম্পপোষ্টের সোডিয়াম লাইট।


আমি হতে চাই ফুটপাতের নীরিহ মানুষ_
ঘরহীন,খাদ্যহীন,বস্ত্রহী,চিকিৎসাহীন,শিক্ষাহীন
মানুষ। আমি ওদের মুখের ভাত হতে চাই;  
আমি হতে চাই নীরিহ মানুষ গুলোর নিষ্পাপ দেহ।
আমি হতে চাই ভিখারী বাবার হাসি, মায়ের দোয়া
আমি হতে চাই ধনী, উপকারিতার করুণ মায়া।  


আমি বিকেলের ছাদ হতে চাই, রমনীদের চিত্রশৈলী
ফুলের টবেটবে কত ধরনের ফুল হতে চাই,
আমি হতে চাই প্রেমের চিরকুট; মধ্যবয়সের চিন্তা,
শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা, কোমল হাসি।