ঘর খানা মোর পড়ে রবে
আসিবো না আর ফিরে
হাঁটিবো না আর উঠোন জুড়ে
দেখিবে না কেউ মোরে।
আসিবো না আর আসিবো না ফিরে
নতুন কোনো সংসারে
শেষের ঘরে আগুন জ্বলিছে
কষ্টের পিড়া ভবে।
আত্মা আমার উড়ে যাবে
দূরের কোনো ভবে
যেখানে আমার থাকিবেনা কেউ
থাকিবে সকল সবে।
দেখিবে না আমায় দেখিবে না কেউ
দেখিবো আমার চোখে
আমার চোখে থাকিবে না জল
কাঁদিবো মহা সুখে।
পুকুর পাড়ে বসে থেকে কত দিন ফিরে
পাখিরা আজ আসে না ঘরে
হাসেনা আগের মত করে
আমাকে আর দেখিবে না কেউ ভবে।