বন্ধু তোরা কোথায় আছিস
    আসরে একটু কাছে
তোদের জন্য পরান কাঁদে
    আছিস কেমন রচে।


যত দূরেই থাকিস তোরা
     আছিস পরপারে
তোদের জন্য পরান কাঁদে
     একলা রয়ে ঘরে।


কেউ আছিস দূর প্রবাসে
    কাজে কাজে ঘুরে
কেউ আছিস দূর গাঁয়েতে
     নিজের মত করে।


তোদের জন্য পরান কাঁদে
     আছিস মনে বেঁচে
যে যার মত থাকিস ভালো
    যত্নে আছিস কাছে।



রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২,  ব্রিজে বসে লেখা।