বেঈমান উজ্জ্বলতার আড়ালে বিমর্ষ মুখ দৃশ্য
তখনও দেয়ালে পিঠ ঠেকেনি!
আজ অচিন্তার ফ্যাকাসে রং চক্ষুদ্বয়ে—
আঙুল দিয়ে নেশার ঘুম থেকে জাগিয়ে তুলেছে,
পেছনে বড় বড় চোখ দিয়ে আড় চোখে দেখে
সামনে এলে দু'হাত জড়িয়ে জয় জয় ডাকে।
যে পেটে ডাল-ভাত সে পেট খাবার ভুলে
কে লালন করে, আদর-বিপদের হাত ধরে?
সে ভুলে চক্ষু নাড়ে, ষড়যন্ত্র লয়ে মাতে,
বাঁকা চোখে।
নেই নেই কাছে নেই_
সেই দিনের অর্থ লোভের মানুষ গুলো
আজ দেয়ালে পিঠ ঠেকেছে_
কেউ ফিরেও তাকাবে না, মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে
আজ দেয়ালে পিঠ ঠেকেছে।