যাঁহারে নিয়ে মাথায় নাচে
     প্রচারে গাঢ় ঢল
সে সুধা কিসের বহরে
    নিয়ে সব দলবল।

কিসের লাগিয়া পিছে ছুটে
      হে সাধু জনগণ
কিসের তরে উপচাইয়া বুক
     হাঁকিয়া উঠে বল।


যার পিছে ছুটে জীবন গেলো
       কি দিলো শেষে
যাঁহার কথায় হাঁকিয়াছ তুমি
      রক্ত নিয়েছ চুষে।


তোমারই বলে উচ্চ তাহারে
     গড়িয়াছ ধনসম্পদ
অন্যের ধনে লোভী সেজে
    রঙমঞ্চে সাধন মদ।


কাহার ধনসম্পদ চুষিয়া নিলে
    কাহারে করিলে ভিখারী
তাঁহারও অভিশাপ মাখিলে গায়ে
    তোমার রক্তে পাপ ভারী।


কিসের নেশায় উঠাইয়াছ আঁখি
     নিজেরে করিয়া লোভী
কাহার কথায় বংশী বাজালে
     মিথ্যেরে করিয়া চাবি।

যে আঁখি মিথ্যে হাঁকিয়াছ অন্যায়
        মিথ্যে সুখের লাগি
সে আঁখি নিবিয়া যাবে চুপিসারে
       পাপের ভোজা জাগি।



রচনা, মোহাম্মদপুর, ঢাকা।
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।