আমি কৃষক হতে চাই, কৃষকের সাথে
মাঠের পরে মাঠ ধান কেটে-কেটে;  
সোনালী ধান চেয়ে আছে নিষ্পাপ কৃষকের চোখে
কৃষকও হাসে ধান দেখে-দেখে;
ভালোবেসে, ঘাম সেঁচে, দিনের পর দিন খেঁটে-খেঁটে-  
হেঁটে-হেঁটে ধানের ক্ষেতে, থেকে-থেকে-  
আজ মাথায় করে লক্ষ্মী বাড়ির উঠোনে মেলেছে ।
আমিও কৃষক হতে চাই, দুঃখ ভুলে, এক-এক বেলার
হাসি দিতে চাই; সোনার ধান দেখে-দেখে ।
কৃষকের মন নরম মাটির মত, এত খেঁটেও হয়নি শক্ত
কৃষক- গ্রাম বাংলার হৃদম, সবুজ ভক্ত;
আমিও কৃষক হতে চাই, নরম মনের, কৃষকের সাথে।


উঠোনে-উঠোনে ধান লক্ষ্মীর বরণ
সোনার চেয়েও দামি ধান-মহামূল্যবান!
কৃষকের হাতে গড়া ধান, রক্তকে করে ঘাম, গোলায় উঠে ধান
আমিও ঘাম ঝরাতে চাই, কৃষক হয়ে।