ফিরে–ফিরে চাহে মন, ফিরে–ফিরে যায়
করুণ চোখে দেখি গ্রাম্য মায়াবী মুখ
যেতে নাহি চায় ছেড়ে গ্রাম্য রূপ  
গ্রাম্য রূপে ডুব দিয়েছি, মন দিয়েছি–
প্রেম দিয়েছি,ভালোবাসায় বাঁচি।
যেতে নাহি চাই, বার বার ফিরে চাই
পিছন থেকে ডাকে নরম সুরে
ফিরে-ফিরে চাহি করুণ চোখে, আছি অদূরে।
কলমিলতা রেখেছে বেধে চুম্বন করে
শত বার চাহে যাবো না চলে,
যেতে মোরে হয় কাজের ঘরে
রাখিব তোমায় আদর করে, হৃদয় কোলে।


এনেছি এক গুচ্ছ শাপলা, স্মৃতির করে
জানি শুকিয়ে যাবে কোন এক ভোরে
শুকনো পাপড়ি মনে করে দিবে ডিঙির বৈঠা
ভোরের বাতাসে গ্রাম্যের গান সুরটা।