জীবনের বিয়োগ করতে করতে আজ এখানে
আর বিয়োগ কত হবে কে জানে ?
বিয়োগ করতে করতে সব শূন্য
কি আছে সম্বল পরকালের?
চিন্তা করে দেখরে অবুঝ মন?


বেইমানীর চোখে নিষ্ঠুরতা, বরবর জালেম
পরকালের সুখ খুঁজে–দুনিয়ার সুখ
পাপাচার খোঁজে নশ্বর জীবনে সুখ–অসুখ
যে জীবন অবিনশ্বর সে জীবনে হও আগুয়ান
হে মানব, হে নশ্বর মানব, করো সত্য গ্রহণ।


দুনিয়ায় শুধু বিয়োগ জীবনের, আসিবে মরণ  
মনুষ্যত্বের চোখ খুলে দেখ হে মানব–মন।
জীবন বিয়োগের ফল, কে হবে সফল
কার খাতায় সত্যের কালি হয়েছে লেখা
পরকালের জীবন–এ জীবন যাবে না বিফল।