কে তুই, আমার ঘরে দখল নিলি?


আমি হিংসে,
তোর ঘরেতে বসত নিলাম–
নিলাম দিলাম
সুখদের করে দাস
দুঃখের করে মহা চাষ
আমার মনে নাহি বিশ্বাস।


কেন,কি দোষ ছিলো আমার?  


তোর ঘরেতে সুখের বসত নাহি আমি চাই
হিংসে আমার শরীর জ্বলে
সুখের গায়ে আগুন জ্বেলে, বাতাসে উড়াব ছাই।


সুখের গায়ে আগুন দিলে, জ্বলে মরবি তুই
অট্ট হেসে গাইবো গান
আমি হিংসে, সুখিদের গিলে গিলে খাই।


তুই হিংসে–মিথ্যেবাদী,আমি করি নাকো ভয়
আমি মিথ্যের মেরে, সত্য খুঁজি
সত্যের হবে জয়।


হিংসে তুই যতই করিস আমার পিছু বাস
আমার ঘরে সুখেরা সব
সত্যের করে মহা চাষ।  


আমি হিংসে,
দুঃখের সাথে বাস
তোর ঘরেতে দুঃখ দিব
আমার নাহি বিশ্বাস।  


তুই মর, হিংসে আমায় কর
তোর ঘরেতে দুঃখের বসত
সুখেরা আমার ঘর।


সত্য আমার মহা ভাষণ
সত্যের হবেনা ক্ষয়
সুখ আমার ঘরে বসত,আমায় করে আপন।