ঘন কালো অন্ধকার ‘টিপ’ কপালে চেপে
রমণী তোমার রূপ অপরূপ হয়ে আছে,
আমার চোখ ভরে আছে তোমার রূপে।
রমণী তুমি নীল শাড়ি শরীরে জড়িয়ে,
বাতাসে আঁচল মেলিয়া দিবে, আমার মুখে_
এক মুঠো ঘাসফুল তোমার দীঘল চুলে
গুজে দিবো; অন্য সব ভুলে, আমাকেও!
সবুজ শাড়ি পড়িবে কি? দূর সবুজ বনে,
যেখানে কারো চোখ নেই, শুধু আমি।
শতশত গাছের আড়ালে সবুজ শাড়ি উড়িয়ে
তোমাকে সাজাবো' ফুলে-ফুলে, সবুজ বনে_
কপালে কালো টিপ দিয়ে হাস ‘লাজুক’।
ঘন কালো অন্ধকার টিপ কপালে চেপে
আমার চোখে কত সুখ দিবে, গোপনে চুপে;
যত সুখে জান্নাত, সবুজ বনের পাখিরা।