সব দেশে ঘুরার আমার সাধ্য নাহি হায়
নিজ ভূমিতে চরণ ঢেলে হেঁটেছি বহু পায়,
বহু লোকের বহু কথা, বহু উপদেশ দেয়,
মনুষ্য লোকের মনুষ্যত্ব বিলুপ্তি হয়ে যায়,
মানুষ নামের, মাটির মানুষ একই নাহি হয়,
লোভ, হিংসা, মনুষ্যত্ব, সত্য-মিথ্যা কয়।


এক ঘরেতে বাজনা বাজে, বিলাস রঙ্গ-মঞ্চে
অন্য ঘরে কান্নার সুর, লাশের সামনে বসে,
কারো কবর ইট-সিমেন্টে বাঁধবে পুকুরের পাড়ে
কারো লাশের খবর নাহি, শুঁকুনের চোখ হাসে,
মানুষ সত্য মাটির মানুষ, লাশ হবে কবর বাসে,
পরকালের জন্য জমা আছে কি নেক, নাকি পাপ সঞ্চে?


কার ঘরে কে বসত করে, জল পড়া ঘরে স্বপ্ন বাঁধে
কারো স্বপ্ন আকাশ ছোয়, কারো স্বপ্ন নির্ঘুমে কাঁদে,
ঘর হারা মন পথে-পথে, মাটির ঘরে আকাশ ছাদে,
তাঁরা কারা!টাকার ঘোড়ায় ছুটছে দূরে,বিশ্ব লয়ে কাধে?
তাঁরা কি মানুষ নহে? ঘর ছাড়া মন সাম্য বাঁধে,
মানুষ সত্য মাটির মানুষ, মৃত্যুর স্বাদ সর্ব স্বাদে।