নব নব জয়, কর তারুণ্য
জয়ের নেশায় চয় বরেণ্য
দুর্গম পথে, হেঁকেছে বল
ঠেঁলেছে ক্লান্তির দলাদল


আকাশ উঠিয়া দূর্গম জয়
চন্দ্রের মাটিতে মেখে পায়
এভারেস্ট করেছে জয়
দুর্গম পথে নেই ভয় ক্ষয়।


জয় জয় চার দিকে জয়
নব নব তারুণ্যের জয়
এই পৃথিবীতে নেই ভয়
নব নব তারুণ্যের জয়।


মঙ্গল ছেদিয়া দুর্গম জয়
সমুদ্রের বুকে ইমারত দ্বয়
মৃত্তিকার বুকে ছিদ্র রেখা
মেলেছে পেখম রূপ কেকা।


দিয়েছে নাম কত তারার
সুখ সাধনে অরণ্য বাবর
দুর্গম পথে করিয়াছে জয়
নব নব তারুণ্যের উদয়।