নরপশুর গন্ধ বাতাসে বেসে আসে
নারীর দেহে; ভয়, আতংক দাগ কাটে
কত শত ফুল ঝরে পড়ে_ অকালে
বছরের পর বছর।


বাঙালী হয়ে বাঙলার বুকে
বোনের ইজ্জত নিয়ে করে খেলা
ছিঃ ছিঃ আমরা নাকি বাঙালী
তোরা মানুষ নহে, তোরা কে_ ঘৃন্না হয়
আবার তোরাই স্বাধীন বাঙালী!


ধর্ষিতা মায়ের চিৎকার শুনে কেউ আসেনি
সারা রাত রক্ত চুষে চুষে বাংলা কলঙ্কিনি
মায়ে সারা রাত চিৎকার করে বলেছিলো
তোরা আমাকে ধর্ষিতা করিসনা
আমার ছেলেরা আমাকে মা বলে ডাকবে না।


এমন দৃশ্য একাত্তর দেখেছিলো
আজ স্বাধীন দেশে ধর্ষণ_ঘৃন্না হয়
হে আমার মা-বোন তোমাদের বিচার কে করবে?
আমরা যে বরবর, হিংস্র নরপশুর ভয়।


স্বাধীনতা আজ নরপশুদের ধর্ষণের কাছে
স্বাধীনতা আজ মা-বোনের ইজ্জত নিয়ে করে খেলা
স্বাধীনতা আজ ধর্ষকের মন গড়া ইচ্ছা
এ কেমন স্বাধীনতা_ভয় হয় বেলা-অবেলা।


মা-বোনের কাপড়ে নোংরামি কত আর
প্রতিবাদ প্রতিবাদ, জেগে উঠো সত্য হুংকার।