আমি চোখ ভুজে কত থাকি
আমি চোখ মেলে কত দেখি
              অসহায়ের কান্না!


আমি ঝাল চোখে কত রাগি
আমি হিংসা নিয়ে কত চাহি
         আমিও কি অসহায়?


আমি রাত ভয়ে_কত জাগি
আমি ঘুম চোখে অন্ধ থাকি
           আমি কি অন্ধ?


আমি কি দেখিনা অসহায় মুখ গুলি?
না খেয়ে, না ঘুমে, শীত মেখে গায়ে
রাতের পর রাত কাটিয়ে দেয়_
আমি কি দেখিনা, দেখি না,
               আমি কি অন্ধ?
              


ফুটপাতে শুয়ে আছে থেতলানো শরীর নিয়ে
আধমরা হয়ে, নিরবতার হাত ধরে_
ওদের' আমি দেখি না,দেখি না,
                        আমি যে অন্ধ?


উদাম গায়ে শীরের লোমশের গোড়ায়-গোড়ায়_
করুণ চিৎকার, আমি যে শুনি না,
প্রতিটা ধূলিমাখা চুলের আর্তনাদ- মরা
           আমি যে কানে শুনি না?


আমি-অন্ধ, চোখ মেলে কিছুই দেখি না
কারণ, আমি যে চোখ মেলে আছি,
মন অন্ধ হয়ে বাঁচি_
আমি আজও অন্ধ? অন্ধ অন্ধ অন্ধ!