নিজের ভিতরের মানুষটাকে মাঝে-মাঝে
লাশ মনে হয়_
দেহতো লাশ হবে বলেই জন্ম নিয়েছে।
মনটা দেহের ভিতরে কোথায় বাস করে?
খুঁজে খুঁজে হয়রান_
দুনিয়ার মায়াজালে।
দেহের সাজসজ্জা মৃত্তিকার ভিতরে
না যাওয়ার কত চেষ্টা। বিলাসিতার অভিলাষে
মরনের অভয় নিয়ে কত ঘুম।
ঘুম মরনের একটা অংশ;
ঘুম শেষে তন্দ্রা চোখে মস্তিষ্ক ভুলে যায় সব;
দুনিয়ার আলোচনা।
কেউ বুঝে-অবুঝ, কেউ বুঝে মিথ্যে-সত্য
মরন এসে নিয়ে যায় প্রাণ, মসৃণ-ক্ষত;
মানুষ-মানহুশ, ব্রক্ষ্মান্ডের প্রাণকুল
সব ধবংস হবে এক দিন_
সে দিন হবে কিয়ামত।