ধরণীর মত আমিও নশ্বর, ব্যবধান বয়সের
কষ্টের অণু জমতে জমতে
মারাত্মক ভাবে মন অসুস্থ_
এক চোখে দুস্থ।
যান্ত্রিক দেহে বায়োস্কোপের দৃশ্য,
ঘুরে ঘুরে কষ্টের অণুরা বাসা বাঁধে
অনুরাগে বহু রঙের দৃশ্য।
চার দিকে অস্বস্তির কামড়াকামড়ি,
দুর্ভিক্ষের বংশী বাজাতে বাজাতে দেবতা
আমার ঘরে কড়ানাড়ে চব্বিশ বছর ধরে।
আমার করুণ সময়ে সবাই বৈষম্য দেখায়
সুখের আড় চোখে—
অসুস্থ মন রয়েছে পড়ে বিমর্ষের মুখে।


উনিশ শতকের শেষের দিকে জন্ম, মাত্র চব্বিশ,
দেহের সাথে মনের পার্থক্য মুদ্রার এপিট ওপিট
রাত্রি–দিনের বিভাজ্যে আমার বয়স
পৃথিবীর মত পঞ্চাশ বছর বেড়ে আছে।
চোখে মুখে বার্ধক্যের হাতুড়ির চাপ
মনের রস শুকিয়ে শুকনো পদ্মের মত অবহেলিত;
নয়নে নয়ন রাখে অনুরাধা_
কষ্টের অণুরা জমাট বেঁধে আজ মন খুব অসুস্থ।