পথে-পথে,ঘুরে-ঘুরে,পথেই যার আবাস মিলে
সে স্বপ্ন দেখে, এক বেলা তার খাবার মিলে_
দু'বেলা সে উপাস রবে,
কষ্ট গুলো জানা-অজানা,
কে জানে তার স্বপ্ন গুলো পাথর চাপা- ভবে।
দুস্তর হয়ে সুস্থ নহে, ফুটপাতে রয় শুয়ে
কংক্রিটে মাথা ঠেকে বিধ্বস্ত ভাব মরে
সোনার মাটি মুখে মেখে শরীর দেয় ছুয়ে।
সে ভাবের জগত গ্রাস করেছে,
বোবা চিৎকার শুনে কে?
মনের গভীরে ক্রন্দন ঝরে_
ঝড়-তুফানে ভাঙছে হৃদয়, কে আছে তার সাথে?


কংক্রিট হিংস্র রক্ত মাখা এই শহরের মানুষ কারা?
যে হাত রক্ত চাহে, অন্ধ চোখে,তার মুখেতে ভাত
জুটেছে; রাক্ষসেরা হাওয়ায় বাসে- মৃত্যু করে তাড়া।