যে দিন শুনবে আমি মরে গেছি
তুমি আসবে না
আমি বলছি তুমি আসবে না
তোমার কষ্ট দেখতে চাই না
তুমি ভালো থেকো
তোমার জেদ আর দাম্ভিকতা নিয়ে।
যে দিন শুনবে আমি মরে গেছি
তুমি কতটা খুশি হবে
যতটা খুশি এক জন বিজয়ী হয়?
আমার বিরুদ্ধে যুদ্ধ করে,
তুমি সুখি আর আনন্দিত থাকো
তোমার জেদ আর দাম্ভিকতা নিয়ে।
আমি কখনও ভালো পুরুষ ছিলাম না
ভালো স্বামী ছিলাম না
আমি ছিলাম পৃথিবীর জঘন্য মানুষ,
ও আমিতো আবার মানুষের মধ্যেই নেই
মনুষ্যত্বহীন এক কুত্তা
ভালো থেকো মানুষের দলেরা
তোমাদের জেদ আর দাম্ভিকতা নিয়ে।