খাবার খেয়ে জীবন বাঁচে,স্বপ্ন বাঁচে যে  
কোন খাবারে ভেজাল নাহি, স্বপ্ন ভাঙে কে
ফল খাচ্ছি,না বিষ খাচ্ছি,খাচ্ছি সবাই কি যে
দেখতে সুন্দর সকল খাবার,বিষ দেয় যে কে।


ফরমালিনের খাবার বেচে,খাচ্ছে সবাই গিলে
মাছ,সবজি ভেজাল আছে,ভেজাল খাবার তরে
ভেজাল খাবার খাচ্ছি সবাই,মরছি তিলে তিলে
শরীর ভেজাল হচ্ছে দিনে,স্বপ্ন যাচ্ছে মরে।


লাভের জন্য,জীবন সস্তা,কিনছে ভেজাল পোড়া
বিক্রি করছে মানুষ জনে,ভেজাল সবি খায়
রক্তে ভেজাল মিশছে দিনে,দেহ হচ্ছে বুড়া
মানুষ ভেজাল,মানুষ করছে,বাঁচা বড় দায়।