আমি দু'এক মুঠো ভাত ভিক্ষা নিয়ে
বাংলার বুকে বড় বড় নোখ দিয়ে আঁচড় কাটি
পদ্মা,মেঘনা,যমুনার পানি এক নিঃশ্বাসে গিলে নিব
আমি অবিশ্বস্ত কুকিলের মত
ডিম গিলে গিলে খাবো, কোন্ এক বাঁশ জারে।
তিন বেলার ভাত না খেয়ে আধমরা হয়ে
আমি নীরব ঘন অন্ধকার কবরস্থের মত;
আমি অসুখির বেড়াজালে অক্লান্ত
ঈশরকে না চেনা নাস্তিকের মত ভ্রান্ত।
অবোলার মত দুগ্ধ বের করে শিশুর তৃষ্ণা মিঠাতে,
শত জঞ্জাল বিদ্ধা আঙুলে মাটি চাপা দিয়ে
চিৎকার করে বলি আমি বাংলার,বাংলার_
দুগ্ধ মাখা নরম ভেজা ঘাস।
আমি বাংলার, বাংলার, বাংলার_
ধান ক্ষেতে মেরুদণ্ডহীন কেঁচোর মত ডাহুকীর সাথে
যুদ্ধ করে করে মৃত্তিকার গভীরে বাস করি,
ডাহুকী এক দিন সোনার ধান ক্ষেতে যুদ্ধ করেছে
শিয়ালের সাথে; মানুষের রূপ-বহু সাজে।