যাযাবরের কাঁধে লাশ
লাশ-লাশে নিয়ে ঘুরে বেড়ায়,
মাটির দেহ কাঠের কফিনে_
শহর-গ্রাম কেঁদে বেড়ায়,
কেউ নিঃশ্বাস নিয়ে-বিশ্বাস
কেউ লাশ হয়ে কাঁদায় অবিশ্বাস।
মাটির ঘর প্রস্তুত সে ঘরে শুধু মাটি
মাটির সাথে লাশমাংস মিশ্রিত গন্ধ
বদ্ধ মাটির ঘরে,-বিশ্বাস নিয়েই অমর।
যাযাবর,যাযাবর,সবাই যাযাবর!
কেউ নেই কারো সাথে,কেউ নেই মাটির ঘরে
একেলা রবো পড়ে লাশ হয়ে,
এই লাশের অস্তিত্বও হারিয়ে যাবে এক দিন।
নিঃশ্ব-বিশ্ব, কোলাহলে কেউ চুপ-অদৃশ্য
ভবে-ভাবে কেউ হতাশ-দৃশ্য'
যাযাবর মন কি ভাবে?
অভয় নিয়ে ঘুরে মৃত্যুর দুয়ারে-দুয়ারে
মৃত্যুর ঘরে যাবে কি একটুও নাহি ভাবে?
যাযাবর,যাযাবর,সবাই যাযাবর।