কোনো সাঁঝে নিস্তব্ধ বনানীর তলে,
আমাদের ছাড়াছাড়ি হলে,
গোধূলির লালিমায় সে ব্যথার রং ছুঁয়ে যাবে,
সব মেঘ এক করে সন্ধ্যার আঁধার ঘনাবে।


আমাদের বিচ্ছেদ মিলে যাবে বলাকার গায়,
চাতকের ঠোঁট থেকে যতটুকু তৃষ্ণা হারায়,
তারও চে গভীরতর পিপাসায় পৃথিবীর বুকে,
শেষ ফোঁটা জল হব শেষ ঠোঁট মেলানো চুমুকে।


বেলাশেষ, ধুলোময় রোদে  একাকার,
সাগরের তীর থেকে আমাদের চোখে হারাবার,
হাত ছেড়ে বহুদূর, বহুদূর চলে যাব দূরে,
মাতমে মলিন হব আমাদের ইতিহাস জুড়ে।



তোমার দুচোখ থেকে চুঁয়ে পড়া পাঁজরের জলে,
এ পথের দিশা খুঁজে অতীতের পানে ফিরে গেলে,
খুঁজে নিও মিটে যাওয়া অসত্যের খেদ,
"এ পৃথিবী আমাদের চায়না বিচ্ছেদ "।


ছেড়ে গিয়ে, ভেঙে দিয়ে, যতদূর যাবে,
তোমার অস্তিত্বজুড়ে আমাকেই পাবে।