আমাদের নেই স্বপ্নের সঙ্গম,
আমরা এখন দুজনে মুক্ত পাখি,
এখন আলাদা ঠিকানায় বেঁধে বাসা,
দুজনে অবাক বিচ্ছেদে বেঁচে থাকি।


আমাদের চোখে ঘৃণার অঙ্ক ভরা,
ভারী ভারী ভাঁজে ভ্রুকুটি কাটছি দেখে,
কাঠগড়া আজ সায় দেবে জানি শেষে,
তোমার-আমার নিশ্বাস ঢেকে রেখে।


অথচ আমরা চলেছি দীর্ঘ পথ,
হাতে হাত রেখে, ভরসার চোখ চেয়ে,
এই না জীবনে কত হলো ছাড়াছাড়ি,
তবু হিসেবের গণনা করেছি কে?


একটা ছাদের নিচে বুক চোঁয়া জলে,
ভিজেছি দুজন অপার শান্তিনীড়ে,
তখন ছিলোনা দেয়া-নেয়া ঠিক এতো,
পাবো কি আবার সেইসব দিন ফিরে?


আমি তো বলেছি, ফেরা ক্লান্তির ডাকে ,
বারংবারের অসাধ্য সাধে মন,
তোমার জন্য আরো পথ ছিল খোলা?
এত প্রেম আজো, তবু আমি প্রাক্তন!


তুমিও বোধয় সহ্যের কাছাকাছি,
প্রশ্ন করেছো যদি কেউ বেঁচে থাকে,
আমি নিমগ্ন, তবু উত্তর দিলেম,
আজো তোমারই পথ চেয়ে বসে আছি।