সদ্যগত প্রেমিকার প্রতি আক্ষেপ নেই।  
অনিশ্চিত ভবিষ্যতকে ভাবছি না৷  
মৃত বাবার জন্য এই কান্না নয়।  
মৃত্যুকে যে ভয় পেয়েছি - তেমনও না৷  


সব হারালেও একটা কিছু আঁকড়ে থাকে,
আঁকড়ে ধরে দুঃখগুলো জিইয়ে রাখে,
সবকিছুই তো ভাঙছে -ধ্বসছে পৃথিবীতে,
কেবল একটা বন্ধুত্বই অনন্তকাল বেঁচে থাকে।  


তেমন একটা বন্ধু বোধয় হারিয়ে গেল,
গেল কিংবা যাচ্ছে কিংবা গড়াই হয়নি ,
কেবল তারই জন্যে এতো আর্তনাদ আর,
দু একটা ওই মুহূর্তদের শব্দধ্বনি৷  


বন্ধু হতে বিষম দারুণ বুদ্ধি লাগে,
হ্যাংলামোতে বিরক্তি তো সবার আসে,
বন্ধু হবার যোগ্যতা নেই
এমন বোধয় নিজের মতো কাউকে পাইনা আশেপাশে।


এমন একটা যন্ত্রণা কি আজীবনের?
না হওয়া ঐ বন্ধুত্বটা আরো বেশি কষ্ট দেবে?
সঙ্গহীন এক যাবাবরের প্রলাপ বকা,
কেন কোনো সুস্থ মানুষ মেনে নেবে?