কথা দিলাম তোমায় দেবো তারায় ভরা নির্ঘুম রাত,
কথা দিলাম তোমায় দেবো নদীর চরে ধুলোয় রাঙা মৃদু প্রভাত।


কথা দিলাম তোমায় দেবো মুক্ত খেচর-জীবন যেমন তেমন একটা অলক্ষ্য দিন,
কথা দিলাম তোমায় দেবো আমার যতো শব্দ আছে অর্থবিহীন।  


কথা দিলাম তোমার নামে এই গলিতে ছড়িয়ে দেবো নিয়ন আলো,
কথা দিলাম সমস্তটা গুছিয়ে নেবো যা কিছু সব অগোছালো।  


কথা দিলাম সবটা দেব, জীবনযাপন ডায়েরিভরা কবিতাটাও,
কথা দিলাম নিঃশেষ হয়ে ভরিয়ে দেবো সাধ্যে থাকা যা-কিছু চাও৷  


কেবল পথের মিছিল ছাড়তে পারবো না,
ছন্নছাড়া এই জীবনে স্লোগান ছাড়া বাঁচবো না।  
তারচে বরং কথাগুলো কথার কথাই ধরে নিও,
আমার সঙ্গে ঘর বেঁধো না,
বাড়াবাড়ি কষ্ট হলে, একটা-আধটা
চিঠি দিও।