আমরা একটা চুক্তি চাই।
শান্তিচুক্তি।
মেঘের সাথে বিষন্নতাও না যেন আর আছড়ে পড়ে বৃষ্টি হয়ে,
আকাশ ভরা তারায় কোনো তারাখসা অতীত কথা না তোলে আর,
আঁধার রাত্রি নির্ঘুম আর না করে এই পৃথিবীকে।


আমরা একটা শান্তিচুক্তি চাই৷
মেঘের সাথে একটা দারুণ সন্ধি,
বন্ধুত্ব বাঁধতে তারা একটা যেন যুদ্ধ করে,
আকাশ এবং তারার সাথে সমঝোতার পত্র লিখে।


দুঃখগুলো পুড়িয়ে যেন দেয় আগুনের বহ্নিশিখা,
মর্মন্তুদ কান্না যেন ঠা ঠা রোদে যায় শুকিয়ে।


আমরা একটা সন্ধিচুক্তি চাই৷
রৌদ্র এবং অগ্নিগিরির সঙ্গে দুটো বনিবনা৷


বাঁচার জন্যে একটা চুক্তি না হলে নয়,
এমনিতে তো সঙ্গ দেবার সঙ্গীবিহীন যাত্রাপথে,
দিক ভুলিয়ে আস্তাকুঁড়ে পড়ছি এসে,
ব্যর্থদের এই তালিকাতে সবেমাত্র অধিভুক্তি৷


একটা চুক্তি না হলে নয়। । শান্তিচুক্তি।