মোহের মিছিলে কাজ হবে না'কো জানি
এত স্লোগানের উত্তর মিলবে না,
এই নিরাশার প্রতিকার খুঁজি বৃথা,
এই স্কন্ধেতে বাড়িয়ে চলেছি দেনা।


দ্রোহে দুর্গম পাহাড় ডিঙিয়ে এসে
বুনেছি মিথ্যে সাম্যবাদের নেশা,
মানুষ কবেই ছেড়েছে ধরতে হাত,
সবাই ছুটছে, সবার আলাদা পেশা।


এই পৃথিবীর তবু কি মুক্তি হবে?
আমি তার আজো পথ চেয়ে আছি বসে,
জীবনের মানে ভুলেছে বাঁচতে তবু,
মশালের আলো জ্বালিয়েছি আক্রোশে।


জেনো আমাদের যুদ্ধটা শাশ্বত,
একদিন জেনো জয়ী আমরাই হবো,
শোষণের এই নীল দুনিয়াটা ভেঙে,
মানুষের মাঝে, মানুষের কথা কবো।


যত নিরাশাই বিঁধুক আজকে পথে,
ক্রমে ক্রমে তার রক্ত করেছি জড়ো,
এই মিছিলেই পেয়েছি মুক্তি-দিশা,
এই স্লোগানেই নেশা ধরে গেছে বড়ো!