ঘর থেকে বাহির হয়ে
মানুষ মাটি দেশের টানে,
রাস্তাঘাট আর সব খানে
জনে জনে মনে প্রানে ।
ন্যায্য দাবীর গানে গানে
আসো সবাই দলে দলে,
সত্য নিশান ঝান্ডা হাতে
করতে আন্দোলন আন্দোলন ।
ঐ নিশানে লিখা আছে
পুণ্য বানীর ধারা,
মান বুঝিয়া হাল ধরিয়া
আসো তোমরা নবীন যারা ।
নবীনের ঐ শক্ত হাতে
স্বার্থ লোভী জালিম হতে
মা মাটির মান রক্ষা করতে
হবে আন্দোলন আন্দোলন ।